এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল সিটির শিক্ষা উপকরণ বিতরণ

এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল সিটির শিক্ষা উপকরণ বিতরণ
এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল সিটির শিক্ষা উপকরণ বিতরণ
মাহফুজ শাকিল : সেবা, সুনাগরিকত্ব ও সৌহার্দ্য এ তিন শ্লোগানকে ধারণ করে আন্তজার্তিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর নবগঠিত কমিটি এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল সিটির উদ্যোগে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত ১৭ জানুয়ারী রোববার কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের হাসনপুর হোসেনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্য এ শিক্ষা উপকরণ বিতরন করা হয়। এটি নবগঠিত কমিটির প্রথম কর্মসূচী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব অস্ট্রেলিয়ার আইপিএনপি ও এপেক্স ক্লাব অব গ্লোবালের ডেপুটি প্রেসিডেন্ট কেইট হুত। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপেঃ এম এ কাইয়ুম চেীধুরী, এপেক্স বাংলাদেশ সিলেট জেলা-৪ এর গভর্ণর এপেঃ এ এইচ এম কামরুল ইসলাম, এপেক্স বাংলাদেশ ন্যাশনাল অফিসিয়াল এপেঃ আর কে সিনহা, হোসেনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল্য কুমার দাস, এপেক্স ক্লাব অব মেীলভীবাজার সেন্ট্রাল সিটির প্রেসিডেন্ট সুফিয়ান আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুল হাসান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট রফি আহমদ তানিম, সেক্রেটারী এন্ড ডি এন এডিটর মাহফুজ শাকিল, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর মাসউদ খাঁন, সার্ভিস ডিরেক্টর রামিম রাসেল, এ্যাকটিভ ফ্লোর মেম্বার কামরুল ইসলাম। অনুষ্ঠানের একপর্যায়ে হোসেনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রদানের ঘোষণা দেন প্রধান অতিথি কেইট হুত।
এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল সিটির শিক্ষা উপকরণ বিতরণ
এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল সিটির শিক্ষা উপকরণ বিতরণ- ২

Post a Comment

Previous Post Next Post