লিবিয়ায় দু'পক্ষের সংঘর্ষে ৪ বাংলাদেশি নিহত

লিবিয়ায় দু'পক্ষের সংঘর্ষে ৪ বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্কঃ লিবিয়ার বেনগাজিতে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে অন্তত ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এদের মধ্যে ৩ জনের পরিচয় জানানো হয়েছে। তারা হলেন- যশোরের হাসান, রাজবাড়ীর আব্দুর রহিম ও হুমায়ুন কবীর। অপরজনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল হক সময় সংবাদকে বলেন, 'ত্রিপলির ১২শ' কিলোমটির দূরে অবস্থিত দুই মিলিশিয়া বাহিনীর ফ্রন্ট লাইনে তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত হতে পেরেছি।' তিনি আরো বলেন, 'নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি। তিনি বাংলাদেশি নাকি অন্য কোনো দেশের। তার বিস্তারিত পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছি। ত্রিপলির পশ্চিমে আরেকটি শহরে গত দুই সপ্তাহ ধরে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। সেখানেও আমাদের বাংলাদেশিরা রয়েছে। তাদেরকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে।'

Post a Comment

Previous Post Next Post